NOW READING:
দুর্গাপুজোর সময়েই বিহার থেকে লোক এনে TMC কাউন্সিলর খুনের ব্লু-প্রিন্ট।
November 20, 2024

দুর্গাপুজোর সময়েই বিহার থেকে লোক এনে TMC কাউন্সিলর খুনের ব্লু-প্রিন্ট।

দুর্গাপুজোর সময়েই বিহার থেকে লোক এনে TMC কাউন্সিলর খুনের ব্লু-প্রিন্ট।
Listen to this article



<p>ABP Ananda Live: দুর্গাপুজোর সময়েই বিহার থেকে লোক এনে তৃণমূল কাউন্সিলর খুনের বলু-প্রিন্ট। কসবা কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। মাস্টার মাইন্ড কি শুধুই গুলজার? উত্তর খুঁজছে পুলিশ।&nbsp;</p>
<p>সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়।&nbsp;</p>
<p>স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু’হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।</p>



Source link