NOW READING:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে ‘জালিয়াতি’
February 15, 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে ‘জালিয়াতি’

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে ‘জালিয়াতি’
Listen to this article



<p>ABP Ananda Live: খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ। গতরাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে ‘জালিয়াতি’। টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে যান তাঁরা। অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় এক লক্ষ টাকা খোয়া যায়। আরও এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া গেছে ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাহকদের আশঙ্কা, জালিয়াতরা এটিএম মেশিনে কোনও কারচুপি করে রেখেছিল।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>ট্রাম্পের ট্যারিফ বসানোর আগেই ভারতের বড় ঘোষণা, এই পণ্য়ের শুল্ক কমল ৫০ শতাংশ</strong></p>
<p>মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সঙ্গে বড় বাণিজ্য চুক্তির (Indo US Trade Deal) আগেই এই ঘোষণা করে দিল ভারত। মোদি-ট্রাম্প (Modi Trump Meeting) ট্রেড ডিলের আগেই যা আমেরিকার জন্য একটা সুখবর। এবার বোরবন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে ৫০ শতাংশ করেছে ভারত।&nbsp;</p>
<p><strong>সব মদে আমদানি শুল্ক কমেছে</strong><br />&nbsp;তবে বোরবন মদে শুল্ক কমালেও অন্যান্য মদের আমদানিতে মৌলিক শুল্ক কমানো হয়নি। ওই ধরনের সব মদে ১০০ শতাংশ শুল্ক থাকবে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত আসলে ডেরিট ডিলের আগে সমতা বাজায় রাখার বার্তা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই হল সেই দেশ, যারা ভারতে বোরবন হুইস্কির প্রধান রফতানিকারক। যা ভারতে আমদানি করা এই ধরনের সব মদের প্রায় এক-চতুর্থাংশ।</p>



Source link