Kolkata Update: নিউটাউনে একটি ফুটপাথে পরপর পাঁচটি দোকানে আগুন। আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকান। রাতে হঠাৎই একটি দোকানে প্রথমে আগুন লাগে বলে খবর। এরপর পাশের আরও চারটি দোকানে আগুন লেগে যায। সব কটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনে ৬ থেকে ৭টি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শনি ও রবিবার দোকান বন্ধ থাকা সত্ত্বেও কী করে আগুন লাগল়, প্রশ্ন দোকান মালিকদের। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
মুম্বাইয়ের দাদরে শুভেন্দু অধিকারী। ‘মুম্বাইকে দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে সম্মান করি। আপনাদের একটা ভোট অনেক সাহায্য করবে। বিকশিত ভারতের লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে যাব। ‘মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি’। আপনাদের প্রতিটি ভোট দেশকে সমৃদ্ধ করবে’, মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী।