NOW READING:
ভবানীপুরে বিজলি সিনেমা হলের পিছনে আগুন
November 21, 2024

ভবানীপুরে বিজলি সিনেমা হলের পিছনে আগুন

ভবানীপুরে বিজলি সিনেমা হলের পিছনে আগুন
Listen to this article


Kolkata Update: ভবানীপুরে বিজলি সিনেমা হলের পিছনে আগুন। ভবানীপুরে বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। 

আমেরিকায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ । বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে । ভারতে সৌরশক্তি প্রজেক্টের জন্য আধিকারিকদের ঘুষ অফার করার অভিযোগ । বিতর্কের জেরে শেয়ারবাজারে আদানি শিল্পগোষ্ঠীর শেয়ারমূল্য নিম্নমুখী । গোটা ঘটনায় জেপিসি তদন্তর দাবি কংগ্রেসের । অস্বস্তির মুখে আমেরিকায় বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করল আদানি গ্রুপ। 

কলকাতায় জঙ্গি হানা হলে, কীভাবে মোকাবিলা করতে হবে সাতসকালে তার মহড়া চলল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে। NSG কমান্ডোদের পাশাপাশি, মক ড্রিলে অংশ নেয় সেনা, নৌ সেনা ও CISF জওয়ানরা। কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠি চার্জ, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আটক কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ ১৬ জন। নদিয়ার কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত জমির পাঁচিলের কাজ করতে বাধা স্থানীয়দের কোর্টের অর্ডার। মানছে না পুরসভা, অভিযোগ বিধায়কের



Source link