Kolkata Update: শহরে ফের অগ্নিকাণ্ড। বাঘাযতীনে একটি বাড়িতে দাউদাউ আগুন। বাঘাযতীন স্টেশন রোডে বাড়ির চারতলায় আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
উপনির্চাচনের সকালে বড়-মার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে অপেক্ষারত সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী। কেন সাধারণের জন্য মন্দির বন্ধ , অথচ দর্শন করছেন রাজনীতিকরা, প্রশ্ন তোলেন অপেক্ষারত মানুষজন। উপনির্বাচনের ফল দেখল, তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরালেন না বড় মা। ভোট দিয়ে আশীর্বাদ করলেন নৈহাটির মানুষও। নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে। আগের থেকেও বেশি ব্যবধানে। এবার তাই বড় মার কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিখ্যাত মন্দিরে পুজো দেবেন তিনি। রাজ্যে উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছে। নৈহাটি উপনির্বাচনে জেতার পর, মুখ্যমন্ত্রীর বড়মা-র মন্দিরে পুজো দিতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নৈহাটির বড় মা এক সময় ভবেশ-কালী নামেই পরিচিত ছিল।