NOW READING:
ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বড় সাফল্য কলকাতা পুলিশের
March 29, 2025

ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বড় সাফল্য কলকাতা পুলিশের

ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বড় সাফল্য কলকাতা পুলিশের
Listen to this article



<p>সুদীপ্ত আচার্য, কলকাতা : ফের কলকাতায় উদ্ধার হল মাদক। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। ওড়িশা থেকে কলকাতায় বাসে করে আনা হয় মাদক। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ধর্মতলা বাস স্ট্যান্ডে নামতেই হাতেনাতে চারজনকে পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।&nbsp;বড়সড় সাফল্য [পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ভোরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল এখনও তল্লাশি চালাচ্ছে।&nbsp;</p>
<p>আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে এই খবর পেয়ে তৈরিই ছিলেন পুলিশ আধিকারিকরা। ওড়িশা থেকে এসেছে একটি বাস। সেখানে চারজন যাত্রীর কাছে ছিল মোট ৮টি ব্যাগ। তাঁদের নামতে দেখেই সন্দেহ হয় পুলিশের। ব্যাগে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারও হয়েছেন ওই চারজন। কোথা থেকে এই গাঁজা আনা হয়েছে, কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার মাধ্যমে জানার চেষ্টা চলছে পুরো পরিকল্পনা।&nbsp;</p>
<p>কয়েকদিন আগেই কলকাতায় উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, গ্রেফতার হয়েছে কুখ্যাত দুষ্কৃতীও&nbsp;</p>
<p>কলকাতায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুলিশের জালে কুখ্যাত এক দুষ্কৃতী। মধ্যরাতে বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে কড়েয়া ও পার্ক সার্কাস এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহনওয়াজ ওরফে সমীরকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বউবাজার থানার পুলিশ। এই ঘটনার আগের দিন ভোরে শিয়ালদা স্টেশন থেকে চারটি সেভেন MM পিস্তল, দুটি ওয়ান শটার, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।&nbsp;</p>
<p>আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে অনুমান পুলিশের । পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। তার ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকিয়ে এনেছিল অস্ত্র-গুলি।&nbsp;&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link