<p>ABP Ananda Live: পথ দুর্ঘটনায় গুরুতর আহত ফুড ডেলিভারিম্যান। ভর্তি করতে গিয়ে বিপত্তি, রাতভর ঘুরতে হল সরকারি-বেসরকারি হাসপাতালে।দুর্ঘটনার ১১ ঘণ্টা পর, আহত ব্যক্তিকে SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা গেলেও মেলেনি বেড। ট্রলিতেই শুয়ে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা অবিনাশ মাঝি। গতকাল রাত সোয়া ১০টা নাগাদ খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময়, ব্যারাকপুরের লালকুঠি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন বছর আটত্রিশের অবিনাশ। ট্রাকের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। পরিবারের দাবি, বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা যায়নি।</p>
<p> </p>
<p><strong>ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও</strong></p>
<p>তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। </p>
<p>বহুতল দুর্ঘটনাক পর থেকেই আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে চারতলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে পাশেরটির উপর । মঙ্গলবার থেকেই বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পাশের বাড়ির মালিকের আশঙ্কা, তাঁর বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে।</p>
Source link
পথ দুর্ঘটনায় গুরুতর আহত ফুড ডেলিভারিম্যান। রাতভর ঘুরতে হল সরকারি-বেসরকারি হাসপাতালে।

+ There are no comments
Add yours