NOW READING:
কলকাতা পুরসভায় সাপের উপদ্রব, ফিরহাদ বললেন ‘আমিই ধরে নিতাম’
November 14, 2024

কলকাতা পুরসভায় সাপের উপদ্রব, ফিরহাদ বললেন ‘আমিই ধরে নিতাম’

কলকাতা পুরসভায় সাপের উপদ্রব, ফিরহাদ বললেন ‘আমিই ধরে নিতাম’
Listen to this article


Firhad hakim: ফের কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে, বারান্দায় দেখা মিলল সাপের। একদিন আগেই ডেপুটি মেয়রের ঘরে সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। বার বার সাপের দেখা পেয়ে আতঙ্কিত পুরসভার কর্মীরা। বনদফতরের কর্মীরা মেয়র ফিরহাদ হাকিমের ঘরে পৌঁছন বৃহস্পতিবার। সাপের খোঁজে সেখানে তল্লাশি চালান তাঁরা। (KMC Snake Fear)

কলকাতা পুরসভায় এই নিয়ে দ্বিতীয় দিন সাপ দেখা গেল। এর আগে, বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর বৃহস্পতিবার সকালে কাউন্সিলরদের ক্লাবরুমের বাইরের বারান্দায় সাপ দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখান থেকে সাপ ধরতে ছুটে আসেন লোকজন। মেয়রের ঘরেও চলে সাপের খোঁজ। (Kolkata News)



Source link