NOW READING:
কলকাতায় মায়ের অঙ্গদান করে নজির গড়লেন চিকিৎসক
August 1, 2024

কলকাতায় মায়ের অঙ্গদান করে নজির গড়লেন চিকিৎসক

কলকাতায় মায়ের অঙ্গদান করে নজির গড়লেন চিকিৎসক
Listen to this article


শহরে ফের অঙ্গদানের নজির। মায়ের অঙ্গদান করে নজির গড়লেন চিকিৎসক। ২ টি কিডনি প্রতিস্থাপন করা হল ২ হাসপাতালে। সংরক্ষণ করা হল কর্নিয়া ও ত্বক। 

কলকাতায় ফের অঙ্গদানের নজির। এবার মায়ের অঙ্গ ও দেহদান করলেন চিকিৎসক। ৬৬ বছরের কুমকুম চক্রবর্তী। আলিপুরদুয়ার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। ২৩ জুলাই স্ট্রোক হয়। ভর্তি করা হয় আলিপুরদুয়ারের বেসরকারি হাসপাতালে। এরপর তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করানো হয় এসএসকেএমে। ২৫শে জুলাই ব্রেন ডেথ হয় তাঁর। এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার।

একটি কিডনি প্রতিস্থাপন করা হয় এসএসকেএমে ৫৩ বছরের এক মহিলার শরীরে। আরেকটি কিডনি প্রতিস্থাপন করা হয় আর এন টেগোরে ৩৫ বছরের এক যুবকের শরীরে। সংরক্ষণ করা হয়েছে মৃতার কর্নিয়া ও ত্বক। দেহদান করা হয়েছে এসএসকেএমের অ্যানাটমি বিভাগে।



Source link