# Tags
#Blog

মিলনী পাঠাগারের উদ্য়োগে শুরু হয়েছে দেবশঙ্কর হালদার নাট্য়উৎসব

মিলনী পাঠাগারের উদ্য়োগে শুরু হয়েছে দেবশঙ্কর হালদার নাট্য়উৎসব
Listen to this article



<p>ABP Ananda Live: এক মঞ্চে একটি গোটা গল্পকে মঞ্চস্থ করা। আলো-ছায়ার খেলায় জীবনের বিভিন্ন বৃত্তকে ফুটিয়ে তোলা। যার সঙ্গে মিল খুঁজে পাবেন দর্শকরা। ডানলপের মিলনী পাঠাগারের উদ্য়োগে এমনই কিছু নাটক নিয়ে শুরু হয়েছে দেবশঙ্কর হালদার নাট্য়উৎসব। বেলঘরিয়ার নজরুল মঞ্চে উৎসব শুরু হয়েছে গত ২৩ তারিখ। চলবে ১ ফ্রেবুয়ারি পর্যন্ত। উদ্য়োক্তারা জানিয়েছেন মোট ৬ টি নাটক মঞ্চস্থ হবে।</p>
<p>&nbsp;</p>
<p><strong>স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:&nbsp;</strong></p>
<p>এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal