NOW READING:
বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ
February 26, 2025

বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ

বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ
Listen to this article



<p>ABP Ananda Live: বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ । গার্ডেনরিচের ২ ঠিকানায় তল্লাশি অভিযান । ৪ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগ । নগদ প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা এবং কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং প্রতারণার মামলা রুজু</p>
<p><strong>CBI চার্জশিটে জনৈক &lsquo;অভিষেক ব্যানার্জি&rsquo;র নাম, চাকরি বিক্রির জন্য চেয়েছিলেন ১৫ কোটি?</strong></p>
<p>কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র নাম। প্রাথমিক নিয়োগ-দুর্নীতি মামলায় চার্জশিটে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’। CBI জানিয়েছে, ২০১৭ সালে সুজয়কৃষ্ণের ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। ‘কালীঘাটের কাকু’র সঙ্গে বৈঠকে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ। বৈঠকের অডিও রেকর্ড করেন কুন্তলের এক কর্মী অরবিন্দ রায় বর্মন। সুজয়কৃষ্ণের বেহালার বাড়িতে বৈঠকের সেই অডিও ক্লিপ CBI-এর হাতে। আর তাতে যে কথোপথন ধরা পড়ে, তা থেকেই জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র নাম উঠে এসেছে।&nbsp; (Primary Teachers Recruitment Scam)</p>



Source link