NOW READING:
আর জি কর আবহের মধ্যেই প্রকাশ্যে সিভিক ভলান্টিয়ারের কীর্তি, গ্রেফতার
November 10, 2024

আর জি কর আবহের মধ্যেই প্রকাশ্যে সিভিক ভলান্টিয়ারের কীর্তি, গ্রেফতার

আর জি কর আবহের মধ্যেই প্রকাশ্যে সিভিক ভলান্টিয়ারের কীর্তি, গ্রেফতার
Listen to this article



<p>ABP Ananda Live : আর জি কর-কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। প্রতিবেশী মহিলাকে অনুসরণ ও মত্ত অবস্থায় ঘরে ঢুকে পড়ার অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>রাজ্যে ফের ডেঙ্গি-উদ্বেগ (Dengue)। উৎসবের মরশুমের শেষ লগ্নে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে ছাড়িয়েছে ২০ হাজারের গণ্ডি। আর তাতে শঙ্কায় রাজ্যবাসী। পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ৪ নভেম্বর পর্যন্ত ২৩২২৭ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ রিপোর্ট ১৮১৩৩ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ ৫০৯৪ জনের। এদিকে ডেঙ্গিতে মৃত্য়ু হয়েছে কালকাতার এক যুবকের। মৃত বিট্টু সিংহ কলাকাতার জোড়াবাগানের বাসিন্দা। ৮ নভেম্বর জ্বর সমেত তাঁকে ভর্তি করা হয় আর জি কর মেডিক্য়ালে।</p>



Source link