কলকাতা: ভুয়ো IT অভিযানর মাসুল গুণতে হল ! ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান গ্রেফতার। চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো আয়কর অভিযান, টাকা-গয়না নিয়ে উধাও সন্দেহ হওয়ায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের অভিযোগকারিণীর। পুলিশের অভিযানের পর, ফরাক্কা-সহ একাধিক জায়গা থেকে ৫জওয়ান গ্রেফতার।
ধৃতদের মধ্যে এক মহিলা CISF জওয়ানের আর জি কর মেডিক্যালের পোস্টিং। ‘অভিযোগকারিণীর সঙ্গে সৎমার ঝামেলা, সৎমার পূর্ব পরিচিত CISF জওয়ান’। পুলিশ সূত্রে খবর, পূর্ব পরিচিত CISF জওয়ানকে কাজে লাগিয়ে ভুয়ো আয়কর অভিযানের ছক। ভুয়ো IT অভিযান, ফরাক্কা বাঁধের নিরাপত্তায় থাকা CISF-এর ইন্সপেক্টর অমিত সিংহ গ্রেফতার। সম্পত্তি লুঠ করার উদ্দেশ্যেই ভুয়ো আয়কর অভিযানে CISF-র জওয়ানরা।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে ফের আক্রমণ যোগী আদিত্যনাথের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন