NOW READING:
পেটের কাছে গোঁজা বন্দুক, গ্রেফতার বিজেপি কর্মী, তৃণমূল ফাঁসিয়েছে, অভিযোগ সজল ঘোষের
March 29, 2025

পেটের কাছে গোঁজা বন্দুক, গ্রেফতার বিজেপি কর্মী, তৃণমূল ফাঁসিয়েছে, অভিযোগ সজল ঘোষের

পেটের কাছে গোঁজা বন্দুক, গ্রেফতার বিজেপি কর্মী, তৃণমূল ফাঁসিয়েছে, অভিযোগ সজল ঘোষের
Listen to this article


Kolkata News: বেলেঘাটায় অস্ত্র-সহ বিজেপি কর্মী গ্রেফতার। নেপথ্যে চক্রান্ত দেখছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি জানিয়েছেন, ধৃত বিজেপি কর্মী সমরজিৎ দত্ত মানসিক অবসাদগ্রস্ত। এর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে কোমরে অস্ত্র গুঁজে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। বিজেপি কাউন্সিলরের চক্রান্তের তত্ত্ব খারিজ করেছেন তৃণমূল নেতা রাজু নস্কর। সজল ঘোষের চৈতন্য হোক বলে অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষও করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, মহিলার শ্লীলতাহানির অভিযোগ এবং অস্ত্র আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, বেলেঘাটাকাণ্ডে দাবি পুলিশের। 

কী অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে? 

বেলেঘাটায় ভর সন্ধ্যায় অস্ত্র উঁচিয়ে তাণ্ডব করছিলেন তিনি। কোমরে অস্ত্র গুঁজে এলাকায় ঘুরে ঘুরে তাণ্ডব চালাচ্ছিলেন ওই মত্ত ব্যক্তি। অস্ত্র দেখিয়ে হুমকিও দেন তিনি। পরে তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বেলেঘাটায় ভরসন্ধেয় অস্ত্র উঁচিয়ে এক মত্ত যুবক তাণ্ডব করছিলেন। পেটের কাছে গোঁজা অস্ত্র দেখিয়ে স্থানীয় মহিলাকে উত্যক্ত করা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়রাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পরে সমরজিৎ দত্ত ওরফে টুবাই নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কীভাবে আগ্নেয়াস্ত্র এল, খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে। 

এই ঘটনায় কী বলছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ 

মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে শুক্রবারই, বেলেঘাটা থেকে অস্ত্র সহ উদ্ধার করা হয়েছিল এক দুষ্কৃতীকে। সেই দুষ্কৃতীর সঙ্গেই বিজেপি নেতা সজল ঘোষের ছবিও পাওয়া গিয়েছে। আর তাতেই নতুন করে চাপানউতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযুক্তকে বিজেপি কর্মী বলে মেনে নিয়েছেন সজল ঘোষ। আগ্নেয়াস্ত্র হাতে গ্রেফতার হওয়া দুষ্কৃতীর সঙ্গে বিজেপি নেতার কীসের সম্পর্ক? সমস্ত জল্পনা উড়িয়ে সজল ঘোষের সাফ দাবি, বিজেপিরই সক্রিয় কর্মী সমরজিৎ ঘোষ। যদিও, তাঁর আরও দাবি, মানসিক অবসাদগ্রস্ত হওয়ায়, কার্যত ফাঁসানো হয়েছে তাঁকে। গোটা ঘটনায়, তৃণমূলের দিকেই অভিযোগের নিশানা সজল ঘোষের। তিনি বলেছেন, তৃণমূল নেতা রাজু নস্কর ধৃত ব্যক্তির একটি জমি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। এই নিয়ে ফেসবুকে লেখালিখিও করেছেন গ্রেফতার হওয়া বিজেপি কর্মী। কিন্তু এই ঘটনায় শেষ শক্তি নিয়ে ধৃতের পাশে থাকবেন সজল ঘোষ, এমনটাই জানিয়েছেন তিনি। কোমরে অস্ত্র গুঁজে ফাঁসিয়ে দিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ করেছেন সজল ঘোষ। 

আরও দেখুন



Source link