কলকাতা: ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা আজ স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এনিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
এদিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা। বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না, যাতে বাংলা মায়ের সম্মান, ভূপতিত হয়।’
আরও দেখুন