NOW READING:
সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু
December 22, 2024

সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু

সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু
Listen to this article



<p>ABP Ananda Live: সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল। চালকের মাথায় হেলমেট থাকলেও, বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর &nbsp;গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে গেলে দু&rsquo;জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।&nbsp;</p>
<p>&nbsp;চিলাপাতার জঙ্গল থেকে সৈকতনগরী দিঘা- প্রোমোটার পিটিয়ে উধাও হওয়া অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ঘটনার সাতদিনের মাথাতেও অধরা অভিযুক্ত জনপ্রতিনিধি। গুলি করে মেরে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আতঙ্কে ভুগছেন আক্রান্ত প্রোমোটার ও তাঁর পরিবার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।&nbsp;</p>
<p>বাগুইআটির আক্রান্ত প্রোমোটার &nbsp;কিশোর হালদার বলেন, &nbsp;’আমি তো মরেও যেতে পারি, আমাকে গুলি করে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আমাকে গুলি করে মেরে দিতে পারে। তার জন্য দায়ী থাকবে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমি খুব আতঙ্কের মধ্যে আছি।’ আতঙ্কিত প্রোমোটার ও তাঁর পরিবার।কখনও আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের রিসর্ট। কখনও সৈকত শহর দিঘার হোটেলে তল্লাশি। কিন্তু কোথায় তোলাবাজি ও প্রোমোটারের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী?</p>



Source link