NOW READING:
ফের বেপরোয়া বাইক, কসবায় বোসপুকুর শীতলা মন্দিরের কাছে বাইকের ধাক্কা
March 10, 2025

ফের বেপরোয়া বাইক, কসবায় বোসপুকুর শীতলা মন্দিরের কাছে বাইকের ধাক্কা

ফের বেপরোয়া বাইক, কসবায় বোসপুকুর শীতলা মন্দিরের কাছে বাইকের ধাক্কা
Listen to this article


ABP Ananda Live: ফের বেপরোয়া বাইক। কসবায় বোসপুকুর শীতলা মন্দিরের কাছে বাইকের ধাক্কা। সাতবছরের শিশু এবং বাইক চালক নিজেও গুরুতর আহত। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, শিশু কন্যা কোমায় রয়েছেন। তার মাথায় এবং ঘাড়ে গুরুতর আঘাত। বাইক চালকও গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ SFI আহত পড়ুয়া ও সম্পাদক অভিনব বসু বলেন, ওঁরা যদি এসে আমাদের সঙ্গে আলাপচারিতায় এঙ্গেজ না করেন, ডায়লগে না যান, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন শাট ডাউন করতে বাধ্য হব। শেষমেশ এবার সমাধানসূত্র খুঁজতে সোমবার সবপক্ষকে নিয়ে বৈঠক ডাকল বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO নেতা  সৌম্যকান্তি ভট্টাচার্য বলেন,কাল ভিসি ডেকেছেন সবপক্ষকে। দেখা যাক কী হয়। 

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারের তরফে ইমেলে বলা হয়েছে, উপাচার্যের নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলে এই ইমেল পাঠানো হয়েছে ।উপাচার্য, সহ উপাচার্য, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের প্রধানের পাশপাশি ডিন অফ স্টুডেন্টসকে। পড়ুয়াদের ইউনিয়নের তরফে ২ জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার দাবি এদিন শোনা যায় যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবার মুখেও। 
 

 



Source link