<p><strong>পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :</strong> বেলেঘাটায় খুনের কিনারা, দাদার হাতে খুন ভাই। ভাই রোহন মণ্ডলকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা অভিজিৎ মণ্ডল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার বেলেঘাটায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বছর ২৭- এর যুবক রোহন মণ্ডলের দেহ। রোহনের রহস্যমৃত্যুতে উঠছিল একাধিক প্রশ্ন। এমনকি রোহন আত্মহত্যা করে থাকতে পারেন, এমন সম্ভাবনাও সামনে এসেছিল। আসলে ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত জানা গিয়েছে, রোহনের দাদা অভিজিৎই ভাইকে খুন করেছেন। বেলেঘাটার ওই ফ্ল্যাট বিক্রি নিয়ে দুই ভাইয়ের বচসা হয়। তারপরই সবজি কাটার ছুরি দিয়ে ভাইকে খুন করেন অভিজিৎ। ফ্ল্যাট বিক্রির জন্য অগ্রিম টাকা নিয়েছিল অভিজিৎ। পরে ফ্ল্যাট বিক্রিতে রোহন রাজি না হওয়ায় শুরু হয় বচসা। ফ্ল্যাটে রাখা সবজি কাটার ছুরি দিয়েই কুপিয়ে ভাইকে খুন করেন অভিজিৎ। পুলিশকে বিভ্রান্ত করতে ভাইকে খুনের পরও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দাদা। এমনকি রোহনের শেষকৃত্যও করেছেন দাদা অভিজিৎই, পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। </p>
<p>পুলিশ জানিয়েছে, রোহনকে খুন করেছেন তাঁর দাদা অভিজিৎই। কিন্তু ছোট ভাইকে কেন খুন করল দাদা? পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার ফ্ল্যাট বিক্রি নিয়েই শুরু হয় সমস্যা। দাদা অভিজিৎ ফ্ল্যাট বিক্রি করার জন্য অগ্রিম টাকা নিয়েছিল। কিন্তু তারপর ভাই রোহন রাজি হননি ফ্ল্যাট বিক্রি করতে। এই নিয়েই শুরু হয় বচসা। সবজি কাটার ছুরি দিয়ে ভাই রোহনকে খুন করেন দাদা অভিজিৎ। তবে ভাইকে খুনের পর পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন অভিজিৎ। পুলিশকে তিনি জানান, রোহন আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে বাস্তবে তেমন কোনও ঘটনাই ঘটেনি। অন্যদিকে রোহনকে খুনের পর ভাইয়ের শেষকৃত্যও করেছিলেন অভিজিৎ। তবে অবশেষে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি, এমনই খবর পুলিশ সূত্রে। </p>
<p>এক বছর আগে বিয়ে হয়েছিল রোহনের। কিন্তু পারিবারিক অশান্তির জেরে তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান। এরপর থেকে একাই থাকতেন রোহন। পুলিশ সূত্রে খবর, চাকরি ছিল না রোহনের। মানসিক অবসাদেও ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটা মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বোঝা যায় খুন হয়েছেন রোহন। তাঁর দেহে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, তা নিজের করা নয় বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক। কে বা কারা খুন করল তা নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে বেলেঘাটা থানার পুলিশ। অবশেষে সামনে এল আসল অপরাধী। </p>
Source link
বেলেঘাটার ফ্ল্যাটে দাদার হাতেই খুন ভাই ! সবজি কাটার ছুরি দিয়ে রোহনকে শেষ করেছেন অভিজিৎ
