<p>ABP Ananda Live: বেহালায় স্কুলে ফের চুরি। জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির স্কুলে চুরি। প্রধানশিক্ষকের ঘর থেকে সামগ্রী চুরির অভিযোগ। খোয়া গেছে সিসিটিভি, হার্ডডিস্ক, অভিযোগ প্রধানশিক্ষকের।</p>
<p><strong>ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়</strong></p>
<p>আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।</p>
<p><strong>যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের</strong></p>
<p>যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের। চার নম্বর গেটের বাইরে পথ অবরোধ ও বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, স্থায়ী পদে অধ্যাপকদের নিয়োগ, সহপাঠীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ । </p>
Source link
বেহালায় স্কুলে ফের চুরি, খোয়া গেছে সিসিটিভি, হার্ডডিস্ক
