NOW READING:
স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে আসে গৃহবধূ, ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচারে হাড় হিম করা তথ্য !
April 25, 2025

স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে আসে গৃহবধূ, ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচারে হাড় হিম করা তথ্য !

স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে আসে গৃহবধূ, ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচারে হাড় হিম করা তথ্য !
Listen to this article


রঞ্জিত সাউ, কলকাতা: বারাসাতে খুন মুর্শিদাবাদের তরুণী। খুনের পর দেহ ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচার! অভিযুক্ত কৌশিক প্রামাণিককে গ্রেফতার পুলিশের। নিহত তরুণী মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা রিয়া ধর, খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন, ৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?

 পুলিশ সূত্রে খবর, ফেসবুকে ৩ মাস আগে পরিচয় বারাসাতের কৌশিকের সঙ্গে নবগ্রামের রিয়ার। ১৫ দিন আগে স্বামীকে ছেড়ে কৌশিকের কাছে চলে আসে রিয়া। বাড়ি থেকে চলে আসার সময় সোনার গয়না ও টাকা নিয়ে এসেছিলেন তরুণী। কৌশিক তা হাতিয়ে নেওয়ার পর আর সম্পর্ক রাখতে চাইছিলেন না। বিয়ের জন্য জোরাজুরি করাতেই তরুণীকে খুন করা হয়েছে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ২১ এপ্রিল শ্বাসরোধ করে খুন করা হয় রিয়া ধরকে। ২২ এপ্রিল: রাস্তায় পড়ে থাকা ট্রলি ব্যাগ খুলতেই মেলে তরুণীর দেহ। খুন করার পর দেহ ট্রলিতে ভরে ক্যাব ভাড়া করে বাগুইআটি ঢোকেন কৌশিক। ক্যাব চালকের সঙ্গে কথা বলে পুলিশ, জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তর খোঁজ পায় পুলিশ। সিসি ফুটেজ দেখে ও মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্ত গ্রেফতার। 

আরও দেখুন



Source link