সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: চিলাপাতার জঙ্গল থেকে সৈকতনগরী দিঘা- প্রোমোটার পিটিয়ে উধাও হওয়া অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ঘটনার সাতদিনের মাথাতেও অধরা অভিযুক্ত জনপ্রতিনিধি। গুলি করে মেরে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আতঙ্কে ভুগছেন আক্রান্ত প্রোমোটার ও তাঁর পরিবার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বাগুইআটির আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার বলেন, ‘আমি তো মরেও যেতে পারি, আমাকে গুলি করে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আমাকে গুলি করে মেরে দিতে পারে। তার জন্য দায়ী থাকবে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমি খুব আতঙ্কের মধ্যে আছি।’ আতঙ্কিত প্রোমোটার ও তাঁর পরিবার।কখনও আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের রিসর্ট। কখনও সৈকত শহর দিঘার হোটেলে তল্লাশি। কিন্তু কোথায় তোলাবাজি ও প্রোমোটারের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী?
ঘটনার সাতদিনের মাথাতেও অধরা জনপ্রতিনিধি।আক্রান্ত প্রোমোটারের স্ত্রী দেবশ্রী হালদার বলেন, সেদিনের পর থেকে আতঙ্ক তো কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। যে দোষী, যে অপরাধী- সে এখনও ধরা পড়ল না।প্রোমোটার কিশোর হালদারকে মারধর ঘিরে বিতর্কের আবহে, ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেখানে কথোপকথনে উঠে আসে দেবরাজ বলে একজনের নাম।
আক্রান্ত প্রোমোটারের দাবি, দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি ও বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর নাম করে হুমকি দিয়ে টাকা তুলতেন সমরেশ চক্রবর্তী।এ নিয়ে দেবরাজ চক্রবর্তীকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনও কথা বলতে অস্বীকার করেছেন।কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত বলে ২ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের এখনও কোনও খোঁজ নেই।
আরও পড়ুন, ভাটপাড়ায় BJP নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে ‘আইসি-সহ ৪ পুলিশকর্মী জখম’ ! বিস্ফোরক অভিযোগ অর্জুনের
ফেরার এফআইআরে নাম থাকা গোবিন্দ দাসও। আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, আইন মেনে নির্মাণ কাজ করলেও, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েও দেন।বাকি টাকা না দেওয়ায়, জোর করে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ফের কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন