কলকাতা: বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে এখন চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন, তিনি জানেনই না, এই বহুতল কবে হয়েছে। ফিরহাদ হাকিম দায় ঠেলছেন বাম আমলের দিকে। পাল্টা সিপিএমের দাবি, এই বহুতল তৈরি যখন শুরু হয়,তখনও এলাকায় ছিলেন তৃণমূলের কাউন্সিলর। এরমধ্যেই এখনও অধরা বহুতলের প্রোমোটার।
আরও পড়ুন, ‘শ্লীলতাহানির অভিযোগে স্বামীকে খুন পঞ্চায়েতের TMC সদস্যর..’ !
আরও দেখুন