<p>ABP Ananda Live: খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ। তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। গতকাল রাত সাড়ে ৮ টা নাগাদ স্<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a> ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে গেছিলেন তাঁরা। </p>
<p>গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় এক লক্ষ, আর এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া গেছে। ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। </p>
Source link
খাস কলকাতায় ATM জালিয়াতি,ধাপে ধাপে ২ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা
