<p>ABP Ananda Live: সোমবার চিড়িয়াখানায় বিশ্ব বণ্যপ্রাণ দিবস পালন করল এনভায়রন নামের একটি সংস্থা। অনুষ্ঠানের থিম ছিল ব্রাঘ্র সংরক্ষণ। এনভায়রনের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শহরের প্রায় ৪০ জন বয়স্ক নাগরিক। তাঁদের চিড়িয়াখানা ঘুরিয়ে দেখান এনভায়রনের সদস্যরা।</p>
<p>.</p>
<p>স্কুটার-তত্ত্বের পর এবার আঘাত নিয়ে প্রশ্ন। যাদবপুরে গাড়ি চাপা পড়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, ফের ময়দানে নামল তৃণমূল। যদিও, আঘাত নিয়ে তাদের তোলা প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা। হাসপাতালের বেডে শুয়ে, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজও।</p>
<p>তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। </p>
Source link
চিড়িয়াখানায় বিশ্ববন্যপ্রাণ দিবস পালন করল এনভায়রন নামের একটি সংস্থার,থিম ব্রাঘ্র সংরক্ষণ
