NOW READING:
হাইকোর্টের নির্দেশে কোথাও ইউনিয়ন রুমে পড়ল তালা, কোথাও এখনও খোলা !
July 4, 2025

হাইকোর্টের নির্দেশে কোথাও ইউনিয়ন রুমে পড়ল তালা, কোথাও এখনও খোলা !

হাইকোর্টের নির্দেশে কোথাও ইউনিয়ন রুমে পড়ল তালা, কোথাও এখনও খোলা !
Listen to this article



<p>ABP Ananda Live: ঘুঘুর বাসা ভাঙতে হাইকোর্টের নির্দেশ, তাও অবারিত দ্বার! কোথাও ইউনিয়ন রুমে পড়ল তালা, কোথাও এখনও খোলা!&nbsp; দুর্গাপুর গর্ভনমেন্ট কলেজে এখনও খোলা ইউনিয়ন রুম!</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI, ‘তথ্যপ্রমাণ দুই বছর আগে পেয়ে, ৪ বছর পর জমা ?..'</strong></p>
<p>কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। ‘৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?’, বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।</p>
<p>এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের।&nbsp;</p>
<p>এদিন আদালতের তরফে, ১৮ জুলাই পরেশ, স্বপন, পাপিয়া-সহ ১৮জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে সিবিআইকে সমন-চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে&nbsp; এদিন সিবিআই এর আইনজীবীর বক্তব্য ছিল, একমাস সময় লাগবে। সেটা শুনেই রীতিমত ক্ষুদ্ধ বিচারক।&nbsp;</p>



Source link