<p>ABP Ananda Live: সাতসকালে মেয়ো রোডে দুর্ঘটনা। গান্ধী মূর্তি পদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলো ট্যাক্সি। কয়েকজন যাত্রী ছিলেন তাদের পুলিশ উদ্ধার করেছে। সূত্রের খবর , একটি বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় ট্যাক্সী।</p>
<p> </p>
<p>মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাকা বাড়ির ছাদ উড়ে যায়। যদিও বাইরে থেকে বোমা ছুড়ে খুনের অভিযোগ তুলেছে নিহতদের পরিবার। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে। </p>
Source link
সাতসকালে মেয়ো রোডে দুর্ঘটনা। গান্ধী মূর্তি পদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলো ট্যাক্সি।

+ There are no comments
Add yours