NOW READING:
পরিকল্পনা করেই গণধর্ষণ, প্রাথমিকভাবে তদন্তে ধারনা পুলিশের
June 30, 2025

পরিকল্পনা করেই গণধর্ষণ, প্রাথমিকভাবে তদন্তে ধারনা পুলিশের

পরিকল্পনা করেই গণধর্ষণ, প্রাথমিকভাবে তদন্তে ধারনা পুলিশের
Listen to this article



<p>&nbsp;BP Ananda LIVE: পরিকল্পনা করেই গণধর্ষণ, প্রাথমিকভাবে তদন্তে ধারনা পুলিশের । ‘সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত ৮জন কলেজে ছিল, তারপরে ৪জন চলে যায়’। ‘বাকিরা চলে যাওয়ার পরে ছাত্রীকে আটকে রেখে অত্যাচার চালায় ৩জন’। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলছে একের পর এক তথ্যপ্রমাণ। ১. নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলছে CC ফুটেজে অভিযুক্তদের গতিবিধি ।<br />২. নির্যাতিতার বয়ানে উল্লেখ, মনোজিতের ফোনে মিলল ‘ধর্ষণের ভিডিও’। ৩. নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলছে অত্যাচারের মেডিক্যাল রিপোর্ট। ৪. অসুস্থ হয়ে পড়ায় নির্যাতিতাকে ইনহেলার এনে দেয় অভিযুক্তরা, মিলল তারও প্রমাণ! ৫. আইন কলেজ থেকে অভিযুক্তদের ব্যবহৃত হকি স্টিকও উদ্ধার।</p>
<p>&nbsp;</p>
<p><strong>কসবাকাণ্ডে রাজ্যে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তোলা হল গুরুতর অভিযোগ !</strong></p>
<p>কসবাকাণ্ডে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেব। দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র। প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অভিযোগ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। সম্প্রতি বিক্ষোভ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বিজেপির নেতারা। নারী সুরক্ষার দাবিতে কন্য়া সুরক্ষা যাত্রার ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারেই গোলপার্ক থেকেই সেই কর্মসূচি শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন,মমতার পদত্য়াগ করা উচিত। যুব মোর্চা ডাক দিয়েছে ২ তারিখে। আমি নিজে থাকব, আমি আয়োজন করব। ‘পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কী করেছেন। একদম তাঁর পাশে দাঁড়িয়ে, &nbsp;তাঁর পাশে থাকব এই অঙ্গীকার দিয়ে&nbsp;<a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র কন্য়া সুরক্ষা যাত্রা শুরু করা উচিত।'</p>



Source link