‘বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক’ মেট্রোপলিটানে খুনের পিছনে চাঞ্চল্যকর তথ্য
ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, কলকাতা : অস্ত্রোপচারেও হল না শেষ রক্ষা। ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে। NRS হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ রফিয়া শাকিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর।
বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ
পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে।
একের পর এক কোপ
প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়েই বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক। আর তারপরই মেট্রোপলিটানে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে। তারপর রাস্তার ওপরই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে। রক্তে ভেসে যায় রাস্তা। এলাকার লোকজনই ছুটে হামলাকারীকে ধরে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে। এবার এই ঘটনার পিছনে আসল কারণ কী, কার কী ভূমিকা , খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছিলেন, ছুরি দিয়ে তরুণীর হাতে এবং গলায় কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে। এমার্জেন্সি OT-তে তরুণীর অস্ত্রোপচার হয়। রাত দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণেই তরুণীর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ব্যক্তিগত সম্পর্কের জেরেই মহিলার উপর হামলা, জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এলেও, খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় হামলা চালিয়ে যেভাবে তরুণীকে খুন করা হল, তাতে এই শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছেই।
আরও দেখুন