NOW READING:
কলকাতার রাস্তায় তরুণীকে ‘কটূক্তি’, শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক !
February 13, 2025

কলকাতার রাস্তায় তরুণীকে ‘কটূক্তি’, শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক !

কলকাতার রাস্তায় তরুণীকে ‘কটূক্তি’, শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক !
Listen to this article


কলকাতা:  আরজি কর মামলায় বিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার তথা সারা বাংলা। এদিকে এই ঘটনার সমান্তরালেই একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তবে হ্যাঁ, মাঝের এই সময়টুকুতে কিছু মামলায় নিম্ন আদালতে অভিযুক্তদের দোষী ঘোষণা করে ফাঁসীর সাজা শোনার নির্দেশও দেওয়া হয়েছে। শহরের অপরাধ প্রবণতা কমাতে চলছে সক্রিয় নজরদারি। তারপরেই হয়ে গিয়েছে নৃশংস ঘটনা মেট্রোপলিটন ও নিউটাউনে। এবার সেই ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের সামনে এল বিস্ফোরক অভিযোগ কলকাতায় ! 

Kolkata News: কলকাতার রাস্তায় তরুণীকে 'কটূক্তি', শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক ! সঙ্গে কি অ্যাসিড আছে ?

শ্লীলতাহানির প্রতিবাদে বাড়িতেই পৌঁছে গেল যুবক ! 

শহরে ফের প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ। গড়ফা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিতা  তরুণী। মূলত বাড়ি ফেরার সময় ওই তরুণীকে ‘কটূক্তি’ করার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি , অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয়েছিল তাঁর বাড়িতে। এখানেই শেষ নয়, প্রকাশ্যে খুনের হুমকি, অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তরুণীর।

শহরের রাস্তায় হামেশাই একা একাই চলেফেরা করে তরুণী থেকে মহিলারা

এবার কথা হচ্ছে, শহরের রাস্তায় হামেশাই একা একাই চলেফেরা করে তরুণী থেকে মহিলারা। প্রায় প্রতিটা পরিবারেই Working Member কমবেশি দুইজন। বলাইবাহুল্য স্কুল জীবন থেকেই তাই একা একাই বড় হওয়া, পড়তে যাওয়া, বাড়ি ফেরা এবং কাজে জয়েন করাতেই অভ্যস্ত এশহরের সকলেই। তবে আরজি কর কাণ্ডের পর থেকে একটা বুকধুকপুক, চাপা টেনশন চলছেই। এই অবধি কম মায়ের কোল খালি হয়নি। কোথায় গিয়ে পড়বে এই নৃশংস ঘটনাগুলিতে যবনিকা ? সেই প্রশ্নের মাঝেই ফের নারী নির্যাতনের ঘটনা সামনে এল আবার।

রাত পেরোলেই ভ্যালেনটাইনস ডে, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

অপরদিকে, রাত পেরোলেই ভ্যালেনটাইনস ডে। ইতিমধ্যেই গোটা শহরে লাল গোলাপের ছড়াছড়ি। আগামীকাল প্রেম দিবসে বাড়ির বাইরে বের হবে ইয়ংস্টাররা। বলার অপেক্ষা রাখে না, সন্তানরা বাড়ি না ফেরা পর্যন্ত ঠিক কতটা চিন্তা থাকবে মা-বাবাদের। 

আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে দেওয়া হল নিচে ! ‘যৌন নির্যাতন’ ইন্টারসিটি এক্সপ্রেসে..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও দেখুন



Source link