<p><strong>হিন্দোল দে, কলকাতা:</strong> ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। শোভাবাজার স্টেশনে নিউ গড়িয়াগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেন ১ ব্যক্তি। এর জেরে ব্যাহত হয়েছে পরিষেবা। বিকেল ৪.১০ মিনিট থেকে বন্ধ হয় মেট্রো পরিষেবা। সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালু রয়েছে মেট্রো। সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। আত্মহত্যার চেষ্টা হওয়ায় শোভাবাজার মেট্রো স্টেশনে পাওয়ার ব্লক করা হয়। মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে বের করার চেষ্টা করছে। কেন তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, কী অবস্থায় রয়েছেন, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। </p>
<p>রবিবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়াগামী লাইনে আচমকাই ঝাঁপ দেন ওই ব্যক্তি। তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ মেট্রো থামিয়ে দেন চালক। এরপর পাওয়ার ব্লক করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। এই ঘটনার জেরে দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ এবং ডাউন, দু’ক্ষেত্রেই বন্ধ হয় মেট্রো চলাচল। কিন্তু কিছুটা পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায়, সেই জন্য দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত আপ ও ডাউনে এবং সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত আপ ও ডাউনে চলাচল করছে মেট্রো। মাঝের অংশে বন্ধ রয়েছে পরিষেবা। </p>
<p><a title="আরও পড়ুন- মুর্শিদাবাদের পর ক্যানিং, গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি " href="https://bengali.abplive.com/district/west-bengal-news-srinagar-based-terrorist-arrested-from-canning-south-24-pargana-1111689" target="_blank" rel="noopener">আরও পড়ুন- মুর্শিদাবাদের পর ক্যানিং, গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি </a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731114520035000&usg=AOvVaw1it01z_xH7eLczn6JnkYSi">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
Source link
শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
Read Time:3 Minute, 32 Second