অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই, এবার ছুটবে মেট্রো। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ। সরকারিভাবে ঘোষণা করল, KMRCL. অন্যদিকে, সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে যাবে দক্ষিণেশ্বর। শনি-রবি বাদে সব দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।
৩১ অগাস্ট, ২০১৯ বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। ১১ মে, ২০২২ ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। ৫ সেপ্টেম্বর, ২০২৪ দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। নির্মীয়মাণ টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বউবাজারের দুর্গা পিতুরি লেনে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বার বার ফিরে এসেছে আতঙ্ক। বার বার ঠাঁই হারিয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা।
৫ বছর পর স্বস্তির নিশ্বাস ফেললেন বাসিন্দারা। নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ। আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই। বাংলা নববর্ষেই কি সুড়ঙ্গ দিয়ে ছুটবে মেট্রো সেরকমই আশা, মেট্রো কর্তাদের। ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। শিয়ালাদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়েই ছিল সমস্যা। সমস্যা কাটায় মেট্রো চালু হলে এবার হাওড়া থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভ।
অন্যদিকে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও বেশ কিছু পরিবর্তন এনেছেন মেট্রো কর্তারা। এতদিন নিউগড়িয়া থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না।
কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে। ফলে নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পেতে কখনও কখনও অপেক্ষা করতে হত ১৮ মিনিট। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে। পাশাপাশি, সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারা দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। আগে, অফিস টাইমে ৭ মিনিট অন্তর মেট্রো মিললেও পরে দু’টি ট্রেনের ব্যবধান বেড়ে হত ১০ ও ১৫ মিনিট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Howrah Train Cancel: ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, হাওড়া শাখায় বাতিল একের পর এক ট্রেন
আরও দেখুন