কলকাতা : সামনেই হোলি। বাঙালির প্রিয় দোলযাত্রা। রং খেলায় মাতোয়ারা হয়ে উঠবে গোটা দেশ। একইভাবে শামিল হবে এরাজ্য। রঙের এই উৎসবে আনন্দ করতে গিয়ে অনেক সময় অনেক জিনিসের সৌন্দর্য নষ্ট করে ফেলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে এবার দোলের দিন মেট্রো পরিষেবা নিয়ে একগুচ্ছ ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। ১৪ মার্চ শুক্রবার অর্থাৎ দোলযাত্রার দিন ব্লু লাইনে মিলবে ৬০টি পরিষেবা, গ্রিন লাইন-১-এও ২২টি পরিষেবা ও গ্রিন লাইন-২-এ ৪২টি পরিষেবা পাওয়া যাবে।
ব্লু লাইনে ৬০টি পরিষেবা মিলবে ১৪ মার্চ-
প্রথম পরিষেবা-
- দুপুর ২.৩০টায় নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৬.৫০ মিনিটের পরিবর্তে)
- একইভাবে দুপুর ২.৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৬.৫০ মিনিটের পরিবর্তে)
- দুপুর ২.৩০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৬.৫৫ মিনিটের পরিবর্তে)
- দুপুর ২.৩০ মিনিটে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৭.০৪ মিনিটের পরিবর্তে)।
তবে, এইদিনে স্পেশাল নাইট মেট্রো পরিষেবা রাত ১০টা ৪০ মিনিটেই পাওয়া যাবে (সময় অপরিবর্তিত)
গ্রিন লাইন ১-এ ২২টি পরিষেবা ও গ্রিন লাইন-২ -এ ৪২টি পরিষেবা শুক্রবার-
প্রথম পরিষেবা-
- দুপুর ৩টেয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা
- একইভাবে দুপুর ৩টেয় শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
- দুপুর ৩টেয় হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত
- দুপুর ৩টেতেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত
শেষ পরিষেবা-
- রাত ৮টায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত
- একইভাবে রাত ৮টায় শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত
- রাত ৮টায় হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত
- রাত ৮টায় এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত
এই রং নিয়ে গতবার দিল্লি মেট্রোয় বিতর্কিত ঘটনা ঘটে। মেট্রো রেলের কামরায় নীচে বসে আবির ও রং (Holi) একে অপরকে মাখিয়ে তার রিল ভিডিও (Reel video) বানিয়েছিল দুই যুবতী। যা সোশ্যাল মিডিয়োতে পোস্ট করার পরেই ভাইরাল (viral video) হয়ে যায়। আর তারপরই শুরু হয় বিতর্ক। ওই ঘটনার জন্য দায়ী দুই যুবতীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (Delhi Metro rail Corporation)। পুলিশকে এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়।
আরও দেখুন
+ There are no comments
Add yours