কলকাতা: পশ্চিমবঙ্গে কোনও জঙ্গি নেই। কেন্দ্রীয় সংস্থাগুলো ইচ্ছে করে কেস সাজাচ্ছে, এমনই গুরুতর অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিকে বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে! বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া,পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া,বাংলাদেশি জঙ্গির ধরা পড়া,পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে। এই প্রেক্ষাপটে কলকাতার মেয়র বলছেন, ”এখানে রাজ্যে এই মুহূর্তে কোনও জঙ্গি নেই। কেন্দ্রীয় সংস্থাগুলো তাঁদের পলিটিক্যাল মাইলেজ বাড়ানোর জন্য ইচ্ছে করে কেস সাজাচ্ছে। আমাদের ওপরে কেস করে ইচ্ছে করে নিজেদের গ্রহণযোগ্যতা নষ্ট করছে। এছাড়া এই এজেন্সিগুলোর যাঁরা অভিভাবক তাঁদের কথা মত এগুলো করে।”
এদিকে ফিরহাদ হাকিমের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, ”উনিই তো সবচেয়ে বড় জঙ্গি। ওঁনার জন্য়ই তো রাজ্যে এত বিভেদ তৈরি হচ্ছে।
আরও দেখুন