কলকাতা: ২০০৮ আইপিএল থেকেই এই ফ্র্যাঞ্চাইজি খেলছে। প্রতি বছরই অন্যতম হট ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে নামে তারা। এমনকী আইপিএলের ইতিহাসের তৃতীয় সর্বাধিক সফলতম দল। কিন্তু এত কিছুর পরই কলকাতা নাইট রাইডার্সের একটি মাধুরী এখনও অধরা। সেই নজির কোনও নাইট বোলার কোনও মরশুমে গড়তে পারেননি।
২০১২ সালে প্রথমবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। এরপর ২০১৪ সালে ফের একবার কেকেআর চ্যাম্পিয়ন হয়। এবারও অধিনায়ক ছিলেন গম্ভীরই। ২০২৪ আইপিএল খেতাবও ঘরে তুলেছিল নাইটরা শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে। এবার দলের মেন্টর ছিলেন সেই গম্ভীরই। কিন্তু এতবার চ্যাম্পিয়ন হওয়া কেকেআর শিবিরের কোনও বোলারই কোনও মরশুমে সর্বাধিক উইকেটশিকারি হতে পারেননি।
আরও দেখুন
+ There are no comments
Add yours