# Tags
#Blog

নিলামের পরই আগুন ঝরাচ্ছেন নাইট তারকারা, আত্মবিশ্বাসে ফুটছে কেকেআর শিবির

নিলামের পরই আগুন ঝরাচ্ছেন নাইট তারকারা, আত্মবিশ্বাসে ফুটছে কেকেআর শিবির
Listen to this article


কলকাতা: সদ্য শেষ হয়েছে আইপিএলের নিলাম (IPL Mega Auction)। ২১ জন ক্রিকেটারকে নিয়ে ঘর গুছিয়ে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যার মধ্যে ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল শাহরুখ খান, জুহি চাওলার দল। বাকি ১৫ ক্রিকেটারকে কেনা হয়েছে নিলামের টেবিল থেকে।

কেমন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের নতুন দল? ছবিটা পরিষ্কার করে দিচ্ছে নাইট শিবিরই। কারণ, ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে বিধ্বংসী ছন্দে রয়েছেন কেকেআরের তারকারা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন চার নাইট। তাঁদের ছবির কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর।

উত্তর প্রদেশের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৯ বলে অপরাজিত ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রিঙ্কু সিংহ। একটি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ২৮৯ স্ট্রাইক রেট রেখে রান করেছেন বাঁহাতি তরুণ। কেকেআরের হয়ে আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে যাঁর উত্থান। জাতীয় দলে জায়গা করে নেওয়া। পরের আইপিএলেও রিঙ্কু নাইট শিবিরের অন্যতম প্রধান শক্তি। তাঁকে রিটেন করেছিল কেকেআর।

রিটেন করা আর এক ক্রিকেটার রামনদীপ সিংহও ভয়ঙ্কর ফর্মে। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১১ বলে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট? ৩৫৪!

নিলাম থেকে পুরনো নাইট মণীশ পাণ্ডেকে কিনেছে কেকেআর। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে তিনিও রয়েছেন ছন্দে। ২৯ বলে ৪২ রান করলেন। তাও শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে। চারটি বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি মেরেছেন।

আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার

অনেকে তাঁকে বলছেন, ভবিষ্যতের শুভমন গিল। গত আইপিএলে নাইটদের হয়ে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। সেই অঙ্গকৃষ রঘুবংশীকে নিলাম থেকে ফের কিনেছে কেকেআর। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৩১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে নজর কেড়ে নিলেন তিনিও। 

ছন্দে রয়েছেন আরেক নাইট হর্ষিত রানা। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৯ বলের ব্যবধানে ৪ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে আইপিএলের আগে টগবগ করছেন কেকেআর তারকারা।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal