নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) মেগা নিলামের আগে রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে সব দলই। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কোন কোন তারকাকে রিটেন করে, সেইদিকে সকলেরই বিশেষ নজর ছিল। কেকেআর কিন্তু সকলকে খানিকটা চমকে দিয়েই দলের খেতাবজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি। তারপর থেকেই নাইটদের নতুন অধিনায়ক কে হবেন, সেই নিয়ে জল্পনা চলছে।
মনে করা হচ্ছিল নাইটরা নিলামে নিজেদের নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার জন্য ঝাঁপাবে। তবে বর্তমানে এক রিপোর্টে দাবি করা হচ্ছে যে নিলাম থেকে নতুন অধিনায়ক বাছাই করা নয়, বরং রিটেন করা তারকাদের মধ্যে থেকেই অধিনায়ক বেছে নিতে চলেছে নাইট শিবির। সূর্যকুমার যাদবের নামও পরবর্তী নাইট অধিনায়ক হিসাবে উঠে এসেছিল। তবে সূর্য মুম্বই ইন্ডিয়ান্সেই থেকে যাওয়ায় সেই জল্পনার অবকাশ আর নেই।
অপরদিকে, কেকেআর নিজেদের ছয় তারকাকে মোট ৫৭ কোটি টাকায় রিটেন করেছে। নাইটরা সর্বাধিক ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংহকে (Rinku Singh) রিটেন করেছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের ১২ কোটি টাকা করে দিয়ে দলে রেখেছে নাইট। আর গত বারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে হর্ষিত রানা ও রমনদীপ সিংহকে। এই দুই তারকার জন্যই খরচ হয়েছে চার কোটি। সব মিলিয়ে মোট খরচ ৫৭ কোটি।
এই ছয় ক্রিকেটারের মধ্য়ে আন্দ্রে রাসেল অতীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। আবার সুনীল নারিন নাইটদের দুই ফ্র্যাঞ্চাইজি, আবু ধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন। তাই এই দুই তারকার কেউই কেকেআরের পরবর্তী অধিনায়ক হতে পারেন বলে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে মিডিয়ার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ক্যারিবিয়ানের দুই তারকা নন, বরং নাইটদের নতুন অধিনায়ক হতে পারেন তরুণ তুর্কি রিঙ্কু সিংহ।
শোনা যাচ্ছে রিঙ্কুর নতুন নাইট অঘিনায়র হওয়াপ বিষয়টা কেকেআরের অন্দরমহলে আলোচনা হয়েছে এবং তাতে ম্যনেজমেন্টের তরফে সম্মতিও মিলেছে। অবশ্য এখনও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তাই জল্পনা কিন্তু এখনও অব্যাহত রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএল নিলামে কি ঋষভ পন্থের হয় ঝাঁপাবে সিএসকে? মুখ খুললেন সিইও কাশী বিশ্বনাথন
আরও দেখুন