NOW READING:
কালীঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী-প্রাচীন বাড়ির একাংশ, কী পরিণতি ?
December 7, 2024

কালীঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী-প্রাচীন বাড়ির একাংশ, কী পরিণতি ?

কালীঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী-প্রাচীন বাড়ির একাংশ, কী পরিণতি ?
Listen to this article


সুদীপ্ত আচার্য, কলকাতা : কালীঘাটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। আজ রাতে হঠাৎই বাড়ির ওপরের অংশ ভেঙে পড়ে। 

স্থানীয় বাসিন্দা ও দমকল সূত্রে খবর, ভিতরে কেউ আটকে নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৭৩ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি শতাব্দী-প্রাচীন। সেই বাড়ির দোতলার অংশে কেউ থাকতেন না। কিন্তু, নীচের অংশে অনেকেই থাকতেন। আজ রাতে দোতলার একটা অংশ ভেঙে পড়েন। সেই আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বাড়ির একাংশ ভেঙে পড়ার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে নীচের অংশের ভাড়াটেদের বের করে নেন। তারপর দোতলার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে বাড়িটির। এরপর স্থানীয় থানা এবং দমকলকর্মীদের খবর দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসেছেন। 

শহরে সাম্প্রতিককালের বিপত্তি-

দিনকয়েক আগে আর জি কর হাসপাতালের নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং ভেঙে বিপত্তি বাধে। ফলস সিলিং ভেঙে পড়ায় অপারেশনের কাজ ব্যাহত হয়। গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল বলে অভিযোগ জানান জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় আবারও হাসপাতালের পরিকাঠানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 

সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও, অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটি-র ভয়ঙ্কর পরিস্থিতির কথা একাধিক বার জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও, সেই কাজ শুরু হয়নি। সেই আবহেই এই বিপত্তি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও দেখুন



Source link