কলকাতা: পর্ণশ্রীতে পুরসভার আধিকারিককে ‘হেনস্থা’ তৃণমূল কর্মীর। হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ‘ধাক্কা’। ‘ভাঙল পুর আধিকারিকের চশমার কাচ’,তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।রাতেই গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা। ১০ দিন আগেই কুলপিতে পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর করেন তৃণমূল নেতা।
তবে শুধুই কলকাতা নয়, এমন ছবি প্রকাশ্যে এসেছে রায়গঞ্জেও। সরকারি দফতরে ঢুকে আধিকারিককে শাসানির অভিযোগ। সরকারি দফতরে ঢুকে সরকারি ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের দাদাগিরির অভিযোগ উঠেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস থেকে ২১ জুলাইয়ের প্ল্য়াকার্ড সরানোয় হুমকি দেওয়া হয়েছে। অ্য়াসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ারের ঘরে চড়াও তৃণমূল প্রভাবিত রাজ্য় সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য়রা। অ্য়াসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ারকে ২১ জুলাইয়ের প্ল্য়াকার্ড লাগানোর নির্দেশ!
আরও পড়ুন,এবার বিপদ রেলের হাসপাতালে, আগুন-আতঙ্কে হুড়োহুড়ি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে..
আরও দেখুন