রাতের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ
<p><strong>আবির দত্ত, কলকাতা :</strong> রাতের কলকাতায় ফের দুষ্কৃতী তাণ্ডব। হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ। পুলিশে খবর দেওয়ার পর ১ জনকে আটক করা হয়েছে। ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠের পাশে এই ঘটনা ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠের পাশে দুই গোষ্ঠীর মধ্যে তাণ্ডব শুরু হয়। স্থানীয়দের একাংশের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে তা স্পষ্ট নয়। যাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই ব্যক্তিদের চেনেন না বলেও দাবি করেছেন এলাকাবাসীর একাংশ। হাতে বন্দুক নিয়ে তাড়া করার এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। মাঠে অনেক বাচ্চা আসে, তাদের নিরাপত্তার বিষয়েও উঠছে প্রশ্ন। </p>
<p>স্থানীয় সূত্রে খবর, তারামণি ঘাট রোডের পাশে একটি মাঠে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। বাইরে থেকেও বিভিন্ন দল এসেছিল ক্রিকেট খেলতে। স্থানীয়দের একাংশের দাবি, বাইরে থেকে যেসব দল খেলতে এসেছিল তাদের কয়েকজনের মধ্যেই বচসা শুরু হয়। অনুমান পুরনো শত্রুতার জেরে কিংবা টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারে মাঠের পাশে খেলা চলাকালীনই ধুন্ধুমার বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর স্বভাবতই আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয় জাগরণী সাংস্কৃতিক ক্লাবের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। কারা খেলা দেখছিল, কাদের হাতে কীভাবেই বা বন্দুক এল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানা। ক্লাব থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। </p>
<p>কয়েকদিন আগেই, গত ২৫ ডিসেম্বর <a title="বড়দিন" href="https://bengali.abplive.com/topic/christmas" data-type="interlinkingkeywords">বড়দিন</a>ের রাতে গল্ফগ্রিনে দুষ্কৃতী দৌরাত্ম্য দেখা গিয়েছে। এক কলেজ পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাস্তা আটকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে মারধর করা হয় ওই কলেজ পড়ুয়াকে। গাড়ি ভাঙচুর করে ৫ দুষ্কৃতী, এমনই অভিযোগ আক্রান্ত তরুণের। এই ঘটনায় গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তও শুরু করেছে পুলিশ। </p>
<p><a title="আরও পড়ুন- অসম থেকে ফের গ্রেফতার আনসারুল্লাহ্‌ বাংলা টিমের জঙ্গি " href="https://bengali.abplive.com/news/another-abt-militant-arrested-by-assam-stf-praghat-operation-1112872" target="_blank" rel="noopener">আরও পড়ুন- অসম থেকে ফের গ্রেফতার আনসারুল্লাহ্‌ বাংলা টিমের জঙ্গি </a></p>
<p><a title="আরও পড়ুন- পাসপোর্ট জালিয়াতির কিংপিন মনোজ আগেও ধরা পড়েছিল পুলিশের জালে, অভিযোগ ছিল জাল নথি তৈরির " href="https://bengali.abplive.com/district/manoj-gupta-who-was-caught-in-the-passport-forgery-case-has-also-been-arrested-earlier-on-charges-of-creating-fake-documents-1112868" target="_blank" rel="noopener">আরও পড়ুন- পাসপোর্ট জালিয়াতির কিংপিন মনোজ আগেও ধরা পড়েছিল পুলিশের জালে, অভিযোগ ছিল জাল নথি তৈরির </a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1718933085382000&usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
Source link