NOW READING:
সল্টলেকে বেসরকারি হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকল
April 1, 2025

সল্টলেকে বেসরকারি হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকল

সল্টলেকে বেসরকারি হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকল
Listen to this article



<p>ABP Ananda Live: সল্টলেকে বেসরকারি হাসপাতালের পাশে আগুন। সকাল ১১টা নাগাদ মণিপাল হাসপাতালের একটি বিল্ডিংয়ে বেসমেন্টে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়।</p>
<p><strong>শেষ রক্ষা হল না, এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮</strong> !&nbsp;</p>
<p>হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না। ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল আরও একজনের। এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের। শেষ অবধি পাওয়া খবরে, ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে হল ৮ ! একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের মৃত্যু। মৃতদের মধ্যে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা, ৯ বছরের বালক, ৮০ বছরের বৃদ্ধা। ‘প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা’, পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত, দাবি এলাকাবাসীর। লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের।&nbsp;</p>



Source link