NOW READING:
ফের অ্যাক্রোপলিস মলে আগুন, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা
November 18, 2024

ফের অ্যাক্রোপলিস মলে আগুন, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা

ফের অ্যাক্রোপলিস মলে আগুন, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা
Listen to this article


Kolkata News: ৫ মাসের মধ্যে ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। বেলা পৌনে ১১টা নাগাদ মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। মলের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ১৪ জুন, অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লাগে বলে জানা যায়। হাইড্রলিক ল্যাডার এনে কাচ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল।

 

উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ শাসন থানার সামনে বিক্ষোভ দেখানোয় পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ৫-৬ জন পুলিশ কর্মী জখম হন। শাসন থানার IC-কে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের পরিবারও খুনের অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে গ্রেফতার মৃত তরুণের লিভ-ইন সঙ্গী। 



Source link