# Tags
#Blog

ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড, ৪তলায় ফুড কোর্টের কাউন্টার থেকে আগুন ছড়ায়

ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড, ৪তলায় ফুড কোর্টের কাউন্টার থেকে আগুন ছড়ায়
Listen to this article



<p>ABP Ananda Live: ৫ মাসের মধ্যে ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। বেলা পৌনে ১১টা নাগাদ মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। মলের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ১৪ জুন, অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লাগে বলে জানা যায়। হাইড্রলিক ল্যাডার এনে কাচ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল।</p>
<p>ফিরহাদ হাকিমের পর এবার সৌগত রায়। তৃণমূল কাউন্সিলরের ওপর মারাত্মক হামলা হওয়ার পর পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন দলের এই বর্ষীয়ান নেতা। কী করে কলকাতা শহরে বিহার থেকে 9MM পিস্তল আসছে? এটা তো ভাবা দরকার। প্রশ্ন তুললেন তৃণমূল নেতা।&nbsp;&nbsp;</p>
<p>খাস কলকাতায় জনবহুল এলাকায় একজন জনপ্রতিনিধিকে হামলার মুখে পড়তে হবে কেন? কীভাবে শহরের বুকে বাড়ছে দুষ্কৃতীদের দাপট?<br />কীভাবে ভিনরাজ্যের দুষ্কৃতীরা বাংলায় অবাধে যাতায়াত করছে?&nbsp; ভরসন্ধেয় এই ঘটনায় যখন শহরের আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কাপ্রকাশ করছেন সাধারণ মানুষ। আর বিরোধীরা সরাসরি&nbsp; আক্রমণ&nbsp; করছে পুলিশ-প্রশাসনকে । শুধু বিরোধীরাই নয়, এবার পুলিশের কোর্টে বল ঠেলছেন শাসক দলের হেভিওয়েট দের কেউ কেউও। রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সরাসরি গলা চড়িয়ে বলেছেন, পুলিশকে বলব অ্যাক্ট নাউ ! আর ফিরহাদ হাকিমের পর এবার মুখ খুললেন সৌগত রায়। কসবায় সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় দমদমের তৃণমূল সাংসদের নিশানাতেও পুলিশ।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal