# Tags
#Blog

ফের অগ্নিকাণ্ড কলকাতায়,শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত ফলের প্রায় ৪০টি অস্থায়ী দোকান

ফের অগ্নিকাণ্ড কলকাতায়,শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত ফলের প্রায় ৪০টি অস্থায়ী দোকান
Listen to this article



<p>ABP Ananda Live: আবার অগ্নিকাণ্ড কলকাতায়। এবার শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত হয়ে গেল ফলের প্রায় ৪০টি অস্থায়ী দোকান। গতকাল রাত দশটা নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফলপট্টিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে অস্থায়ী দোকানের একের পর এক প্লাস্টিকের ছাউনি আগুনের গ্রাসে চলে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায়, ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। শেষ পর্যন্ত দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শিয়ালদা স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>’হাসিনার আমলে বিরোধিতা করলেই রাখা হত এই টর্চার সেলে..’, ভয়াবহ সেই ‘আয়নাঘরে’ প্রবেশ ইউনূসের<br /></strong></p>
<p>পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছা তাই করছে তারা। হিন্দুদের ওপর আক্রমণ করছে। আবার মাজারও ভাঙছে!কখনও বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে। কখনও অভিনেত্রীদের শো রুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশাল মিডিয়ায় ঘোষণা করে, ক্রেন-বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে। &nbsp;আগুন দিচ্ছে। লুঠ করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা করছে ।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal