খাস কলকাতায় স্কুলব্যাগে বোমা-গুলি, শোরগোল একবালপুরে !
কলকাতা : খাস কলকাতায় স্কুলব্যাগ থেকে বোমা-গুলি উদ্ধার । একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার হল গুলি-বোমা ভর্তি ব্যাগ । কীভাবে, কোথা থেকে ব্যাগটি এল তা খতিয়ে দেখছে পুলিশ । পুরনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ। Kolkata Ekbalpur News
গতকাল ওই বাড়ির ছাদে একটি কালো রঙের স্কুলব্যাগ পাওয়া যায়। এখানে প্রায় ৭টি বোমা পাওয়া গিয়েছে। চারটি ইম্প্রোভাইজড গুলি ও একটি শটগানের গুলি পাওয়া গিয়েছে। এই বোমা ও গুলি কীভাবে এখানে এল ? কেউ বানিয়ে রেখেছে, নাকি বাইরে থেকে কেউ এনে এখানে রেখেছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বাড়ির মালিক বলেন, ‘এই ব্যাগভর্তি বোমা-গুলি কীভাবে এল কিছু জানি না। পুলিশ আমাকে কিছু বলেনি। ওরা এল, আমি সেইসময় ছিলামও না। কী দেখল, না দেখল। ১ তারিখে আমাদের ঝামেলা থেকেই এর সূত্রপাত। চারজন গ্রেফতার হয়েছে। আরও বড় বড় মাথা চার-পাঁচজন গ্রেফতার হবে। কেসকে ঘোরানোর জন্য ওরা কিছু পরিকল্পনা করেছে। ঝামেলার সূত্রপাত, একটি গেস্টকে মারা নিয়ে। তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে। এত মেরেছে যে লোকটা মরে যেত। একশো শতাংশ নিশ্চিত ওই ঘটনা থেকেই হয়েছে এটা। আমি তো রোজ আদালত যাচ্ছি-আসছি। ‘
মাঝরাতে আনন্দপুরের পানশালায় দুষ্কৃতী-তাণ্ডব
এদিকে কলকাতার বুকে বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্য় দেখা গিয়েছে হালে ! EM বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, একটি পানশালায় চড়াও হয়ে চলে তাণ্ডব ! রেহাই পায়নি পানশালার বাইরে থাকা গাড়িও। ভেঙে চুরমার করে দেওয়া হয় একের পর এক গাড়ির কাচ। সোমবার গভীর রাতে, দুষ্কৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে, এক বার-কাম-রেস্তোরাঁয়। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে ১০-১২ জন দুষ্কৃতীর একটি দল লাঠিসোঁটা নিয়ে পানশালায় চড়াও হয়। সেখানে অবাধে ভাঙচুর চালায় তারা। ম্যানেজার ও কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পানশালার বাইরে দাঁড় করানো, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় CC ক্যামেরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
Source link
Average Rating