ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের । তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে একাধিক অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা, প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এনিয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এই মর্মে শেক্সপিয়র সরণি থানায় দায়ের করা হল অভিযোগ।
ঘটনা কী ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিগত বেশ কিছুদিন ধরে অভিযোগ জমা পড়ছে। অনেকে সেই অভিযোগ করেছেন। ক্যামাক স্ট্রিটের অফিসে পোস্টের মাধ্য়মে লিখিত অভিযোগ জমা পড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিযোগগুলি খতিয়ে দেখা হলে জানা যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধেই একাধিক অভিযোগ। প্রত্যেকে অভিযোগ করছেন, এই ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এরকমই নির্দিষ্ট অভিযোগ অনেকে অভিষেকের অফিসে জানান। এরপর অফিসের তরফ থেকে নাম অপব্যবহার করার অভিযোগ শেক্সপিয়র সরণি থানায় দায়ের হয়েছে। তবে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর দায়ের হয়েছে কি না তা এখনও জানায়নি কলকাতা পুলিশ। অভিযুক্তকে নোটিস দেওয়া হয়েছে কি না সে বিষয়েও কিছু জানা যায়নি।
এ প্রসঙ্গে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন, “কালী (ফিরহাদ হাকিমের ওএসডি) টাকা তোলেন। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার তৃণমূল ভবন যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে ২০০ কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে তৃণমূলের। যিনি করছেন ওখানে, তাঁকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর সাতটা ফ্ল্যাট আছে। পার্থ চট্টোপাধ্যায়-অপার থেকে বেশি। হাওড়া-গড়িয়া-নিউটাউনে ৭টি ফ্ল্যাট আছে।”
এ প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বড় ইউএসপি। এখন দুর্নীতি এঁরা সকলেই সকলের সম্মতিতে করেন। যেহেতু ধরা পড়ে গেছেন…এই ওএসডির বিরুদ্ধে বহুজন বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। আমার কাছে পর্যন্ত এসে অভিযোগ করে গেছেন। সুতরাং সবাই জানতেন। প্রশ্রয় দিয়েছেন। আজ যেহেতু আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাজার গরম, তাই একজন আরএক জনের বিরুদ্ধে অভিযোগ করে দিলেন। অভিযোগ করে পিঠ বাঁচাতে চাইছেন।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন