কলকাতা : ফের শহরে আগুন। আতঙ্ক ছড়াল কলকাতার স্কুলে। আগুন লাগল কলকাতার পাম অ্যাভিনিউয়ের স্কুলে। শহরের নামি স্কুল অশোকা হল গার্লসে আগুন লেগে যায়। রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য কয়েকদিন স্কুল বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে , বলছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। দমকলকে স্কুল কর্তৃপক্ষ খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন।
কিছুদিন আগেই কলকাতার অপর একটি নামি স্কুল নব নালন্দায় জানলার একটি কাচ ভেঙে পড়ে স্কুল ছাত্রের মাথায়। তাতে আহত হয় দুই ছাত্র। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা প্রতিবাদ দেখাতে শুরু করে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন
+ There are no comments
Add yours