কলকাতা: একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিং বে। জল জমে রয়েছে বিমানবন্দরের অ্যাপ্রন এলাকাতেও। বিমানবন্দর থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে জল থৈ থৈ অবস্থা পার্কিং বে-র। সেই জলের উপরই দাঁড়িয়ে রয়েছে পর পর বিমান। তবে রানওয়েতে জল জমেনি বলে জানা গিয়েছে। ফলে বিমান ওঠানামায় কোনও সমস্যা হচ্ছে না বলে জানা গিয়েছে। (Kolkata Airport)
কলকাতা বিমানবন্দরের যেখানে বিমান দাঁড় করানো থাকে, সেই জায়গাটি জলে ভরে গিয়েছে। পার্কিং এলাকার যতদূর চোখ যায়, জলই চোখে পড়ে। বিমান ওঠানামায় যদিও সমস্যা হচ্ছে না, কিন্তু বিমানবন্দরের কর্মীরা সমস্যায় পড়ছেন। জল ঠেলে ঠেলেই এগোতে হচ্ছে তাঁর। যাবতীয় কাজ করতে হচ্ছে জল ভেঙেই। একটানা বৃষ্টিতেই এমন অবস্থা বলে জানিয়েছেন তাঁরা। (Kolkata News)
রাত থেকে মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি। কলকাতা বেশ কিছু এলাকা জলমগ্ন। ভোর ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত সবথেকে বেশি ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে উল্টোডাঙায়। দু’ঘণ্টায় খিদিরপুর পামারবাজারে বৃষ্টির পরিমাণ ৪১ মিলিমিটারের বেশি। চিংড়িঘাটায় ৩৯, তপসিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে।
আরও পড়ুন: World Bank Report: আমেরিকার মাথাপিছু আয়ের এক চতুর্থাংশে পৌঁছতে ৭৫ বছর লাগবে ভারতের, চিনের ১০ বছর: বিশ্ব ব্যাঙ্ক
এর পাশাপাশি, কলকাতায় জল জমেছে PTS, নারকেলডাঙা মেন রোডে। জলে ভাসছে বিমানবন্দরের কাছে কৈখালি এলাকা। সেখানে জল ভেঙে এগোতে গিয়ে পড়ে যান এক তরুণী। জলে পড়ে যায় তাঁর ফোনটিও। পাতিপুকুর আন্ডারপাসও জলের তলায়। লেকটাউন VIP রোডও জলমগ্ন। সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড়েও জল।
রাত থেকে মুষলধারা বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের বিভিন্ন এলাকা। জল জমেছে FD ব্লক, করুণাময়ী বাস স্ট্যান্ড চত্বরে। সেক্টর ফাইভেও জল জমেছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পাশেই জল জমে রয়েছে, পথে নেমেছেন নবদিগন্তের কর্মীরা। দ্রুত জল বার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
জলমগ্ন বেহালার সরশুনা। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের কাষ্ঠডাঙা লিঙ্ক রোডে জল জমে আছে। হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন স্কুলপড়ুুয়া থেকে অফিসযাত্রীরা। কোথাও বাড়িতেও জল ঢুকেছে। পুরসভা নিকাশির হাল ফেরানোর ব্যাপারে উদাসী বলে অভিযোগ করেছেন সরশুনাবাসী।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। অন্য দিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে বাংলার উপর দিয়ে। এই ত্রিফলায় আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্য জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আজ বিকেল থেকে বৃষ্টি কমবে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃৃষ্টি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি থাকছে।
আরও দেখুন