এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও (Kolkata Air Pollution)। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে।

দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা: তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, আজ সকাল ১১টায় দূষণের মাত্রা বালিগঞ্জে ২০৩, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ১৯৬, যাদবপুর ১৮৫, বিধাননগর ১৪১।

পরিবেশবিদদের মতে, শীতের শুরুতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে কলকাতার অবস্থাও দিল্লির মতো হবে। এপ্রসঙ্গে পরিবেশবিদ নব দত্ত বলেন, “১৫ বছরের গাড়ি যেগুলো একেবারে বাণিজ্যিক ব্যবহারের গাড়ি, সেগুলো পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের কাজ যখনই এই পরিস্থিতি তৈরি হয়… বারবারই কোর্ট বলে। আজকে প্রায় দীর্ঘ ২০ বছর এটা চলে। নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়। তারপর কিছু গাড়ি বসে। বেশিরভাগ গাড়িই চলতে থাকে। ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে কিছু নেই। ওয়েস্ট বার্নিং একটা বড় সমস্যা। ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলররা একটা ফর্মুলা বের করেছেন। রাতের অন্ধকারে সেই বর্জ্য পুড়িয়ে ফেলছেন। সে কটাতে বায়ুদূষণ সৃষ্টি হয়, তার মধ্যে একটা হচ্ছে গাড়ির দূষণ। আরেকটা বর্জ্য পোড়ানো। কলকাতায় কয়েক বছরে জলাশয় বুজিয়ে ফেলেছে। গাছ কাটা হয়েছে। নতুন গাছ পুঁতলেও তা যথেষ্ট নয়।” 

এই অবস্থায় কীভাবে ভাল রাখবেন শিশুকে? 

এপ্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, “প্রশ্বাসের মাধ্যমে এই বাতাস শিশুদের ফুসফুসে অনেক বেশি মাত্রায় প্রবেশ করবে। উচ্চতা কম হলেও যেসব এয়ার পার্টিকল নিচে রয়েছে সেসব ঢুকছে শরীরে। ফুসফুসের উপর তো বটেই মস্তিষ্ক, হার্টের উপরও প্রভাব ফেলে। অযথা শিশুদের বাইরে বের করবেন না। যদি বের করতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শিশুরা হাঁপিয়ে যাচ্ছে। এই সময় প্রিভেন্টার ইনহেলার অবশ্যই ব্যবহার করবেন।” 

অবাধ উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২  ডিগ্রি কম। পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Bus Problem: কমছে সংখ্যা, বন্ধ হচ্ছে রুট; সরকারি বাস নিয়ে শঙ্কায় যাত্রীরা

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours