WATCH | Kohli-Konstas Confrontation: পিতৃতুল্য বিরাটের সঙ্গেই বিবাদ! সন্তানসম কনস্টাসের হুঙ্কার, ‘পরের ইনিংসেও কিন্তু…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ইন্দো-অজি (IND vs AUS) তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হল চতুর্থ টেস্ট। অর্থাত্ বক্সিং ডে টেস্ট, মেলবোর্নে একাই সব লাইমলাইট কেড়ে নিলেন স্যাম কনস্টাস (Sam Konstas)। ১৯ বছর বয়সী ক্রিকেটার অভিষেকেই চমকে দিলেন। আগামীর অজি তারকা হিসেবে দেখা হচ্ছে ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা টিনেজারকে। তবে কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির (Kohli-Konstas Confrontation) সংঘর্ষ নিয়ে সরগরম এখন বাইশ গজ।
আরও পড়ুন: সবার মুখে একটাই নাম, বিধ্বংসী অভিষেকে চর্চায় ১৯-এর ওপেনার! রইল কনস্টাসের বায়োডেটা
বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের শুরু থেকেই কনস্টাস ছিলেন বিধ্বংসী মেজাজে, জসপ্রীত বুমরাকে হেলায় মেরেছেন ল্য়াপ-স্কুপ ও রিভার্স ল্য়াপ, এহেন কনস্টাস যাতে জাঁকিয়ে বসতে না পারেন, সেই কারণে কোহলি স্লিপ কর্ডন থেকেই তাঁকে তাতাচ্ছিলেন। এমনকী রগচটা কোহলি, আরও একধাপ এগিয়ে কনস্টাসের কাঁধে সজোরে ধাক্কাও মেরেছেন। যা রীতিমতো উত্তপ্ত করেছিল মেলবোর্ন। কোহলি যে ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছিলেন, তাই নিয়ে কোনও সন্দেহ নেই! কারণ আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছেন তা মায়েস্ত্রো মেনেও নিয়েছেন। কোহলিকে তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং এক ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
মাঠের ঘটনা নিয়ে মুখ খুলেছেন কনস্টাস। তিনি বলেন, ‘বিরাট কোহলির হয়তো দুর্ঘটনাক্রমেই আমাকে ধাক্কা মেরেছিল! আমি গ্লাভস ঠিক করছিলাম, আমি বুঝে ওঠার আগেই কাঁধে ধাক্কা খাই। দেখুন এটা ক্রিকেট, টেনশনে এরকম হতেই পারে। আমাদের দু’জনের ভিতরেই আবেগ প্রবাহিত হচ্ছিল। আমি ক্রিকেটীয় লড়াইয়ে প্রবেশ করার চেষ্টা করছিলাম শুধু। নিজের সেরাটাই বার করে আনার চেষ্টায় ছিলাম, সে যেই থাকুক না আমার উল্টোদিকে। মাঝেমধ্য়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার জন্য় ভালোই হয়েছে। এই কারণে সেরাটা বেরিয়ে এসেছে বলে মনে হয়। আশা করি পরের ইনিংসেও আমি এটা জারি রাখব।’ ঘটনাচক্রে কোহলির ভক্ত এই কনস্টাস।
একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে কনস্টাসের বিরাটপ্রেম ফুটে উঠেছে। এক সাংবাদিক কনস্টাসকে প্রশ্ন করেছিলেন যে, ‘আপনি হাতে ফোন নিয়ে দেখলেন যে, তিনজন ব্য়ক্তি আপনাকে একটি বার্তা পাঠিয়েছে, তা বিশ্বের যে কোনোও তিনজন হতে পারেন, তাহলে আপনি কাদের মেসেজ পেতে চাইবেন?’ যা শুনে কনস্টাস বলেন, ‘একজন শেন ওয়াটসন হবে বলেই আশা করি, এরপর আমার বাবা, এবং হয়তো বিরাট কোহলি।’ এদিন আবার আরও একটি ঘটনা ঘটেছে, কেউ একজন উইকিপিডিয়াতে গিয়ে বিরাটের বাবার নামের জায়গায় এডিট করে কনস্টাসের নাম লিখে দিয়েছেন! তা নিয়েও বিস্তর চর্চা হয়েছে।
আরও পড়ুন: বক্সিং ডে-তে কনস্টাসের বিধ্বংসী ‘পাঞ্চ’! সংকটজনক ভারতকে স্থিতিশীল করলেন বুমরা…
টস জিতে প্যাট কামিন্স ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেন করতে নেমেছিলেন ১৯ বছরের কনস্টাস ও উসমান খোয়াজা। সব লাইমলাইট শুরতেই কেড়ে নিলেন অভিষেককারী টিনেজার কনস্টাস। তাঁর আত্মবিশ্বাস দেখে বাইশ গজের মাথা ঘুরে গিয়েছে। খোয়াজাকে সঙ্গে নিয়ে প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জুড়ে দিলেন ৮৯ রান। জীবনের প্রথম টেস্টে ৬৫ বলে ৬০ রানের ঝকঝকে মারকাটারি ইনিংস খেললেন। জসপ্রীত বুমরার মতো বোলারকে যিনি ল্য়াপ-স্কুপ, রিভার্স ল্য়াপ মারলেন বলে বলে। দেখে মনে হচ্ছিল জীবনের প্রথম টেস্ট নয়, কম করে তাঁর ১০-২০টি টেস্ট খেলা হয়ে গিয়েছে। কনস্টাস তাঁর দুরন্ত ইনিংস সাজালেন ৬টি চার ও ২টি ছয়ে। ব্যাট করলেন ৯২.৩০-র স্ট্রাইকরেটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)