জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আর হাতে গোনা দিন বাকি দুর্গাপুজোর। পুজো নিয়ে প্রত্যেক বাঙালির মনে এক আলাদাই আবেগ থাকে। দীর্ঘ ১বছর ধরে অধীর আগ্রহে দুর্গাপুজোর অপেক্ষা করে থাকে গোটা বাংলা। তবে প্রতিবারের চেয়ে এবারে এক অন্য ছবি বাংলায়। আর জি করের প্রতিবাদের আঁচে উত্তপ্ত রাজ্য। দাবি একটাই, বিচার চাই।
অন্যদিকে, এবারে ১০০ বছরে পা দিতে মল্লিক বাড়ির পুজোর। সেই প্রসঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক এক সাক্ষাত্কারে জানালেন, ‘এবারের পরিস্থিতি এমনই যতটা আনন্দ করব ভেবেছিলাম, কিন্তু মন থেকে আর সেই আনন্দটা আসছে না। কিছু হলেও করব, কারণ ১০০ বছরটা বারবার ফিরে আসে না। আমাদের অনেক আত্মীয় আছেন। যারা পৃথিবীর অনেক জায়গায় থাকেন, তারাও আসছেন। কিন্তু এবারে হয়তো পুজোর সমস্ত ব্যাপারটা আমরা প্রাইভেট রাখার চেষ্টা করব, পরিবারের মধ্যেই রাখব।’
আরও পড়ুন:Madhumita Sarcar: শিবের দরবারে পৌঁছনোর আগেই গাড়ির উপর চড়ে গেল CESC-র লরি! মধুমিতার…
প্রতিবছর মল্লিক বাড়িতে দুর্গাপুজোয় সকলের জন্য অবাধ যাতায়াত থাকে। কিন্তু এবারে সেই চিত্র একেবারেই পালটে যাবে। এমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর জি করকাণ্ড নিয়ে এতদিন তাঁকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। এবারে আর চুপ থাকলেন না তিনি। সাক্ষাত্কারে কোয়েল বলেন, ‘প্রত্যেক বিভিন্নভাবে তাদের দুঃখকে প্রকাশ করে থাকেন। যবে থেকে এই জিনিসটা ঘটে আমি প্রচণ্ড ব্যাথায় ছিলাম। এখনও পর্যন্ত একদিনও যায়নি, যেদিন আমি প্রার্থনা করিনি। আমরা সবাই জাস্টিসের জন্য অপেক্ষা করছি। এমন কিছু একটা করতে হবে যাতে ভবিষ্যতে তিলোত্তমার ঘটনা যেন না ঘটে। যারা এই ব্যাপারে যুক্ত তাদের একটা দৃষ্টান্তমূলক, কঠোর শাস্তি দিতে হবে।’
অন্যদিকে, আগেই জানা গিয়েছিল মিতিন মাসির সিরিজের শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন অভিনেত্রী। গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। দ্বিতীয় ছবির নাম ‘একটি খুনির সন্ধানে মিতিন’। এরই অ্যাকশন সিন শ্যুট করার সময় হাতে গুরুতর চোট পান তিনি। কিন্তু অবশেষে চোট সারিয়ে ফের শ্যুটিংয়ে ফিরেছেন তিনি। কিন্তু এবছরে তাঁর কোনও ছবি মুক্তি পাবে না বলে জানিয়েছেন খোদ অভিনেত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)